নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

সাকিবের ফেরার মিশন শুরু

নিজস্ব প্রতিবেদক, যশোর ৬ সেপ্টেম্বর,২০২০

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। শনিবার ( ৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সেরেছেন প্রথম দিনের ফিটনেস সেশন।

বিকেএসপি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটায় শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন করেন সাকিব। রানিং দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রাথমিকভাবে এক সপ্তাহের অনুশীলন পরিকল্পনা তৈরির ভার সাকিব ছেড়ে দিয়েছেন সালাউদ্দিনের কাঁধেই।

টাইগার অলরাউন্ডার বিকেএসপি পৌঁছান শুক্রবার দুপুরে। আবাসিক ক্যাম্প করার জন্য সাকিব উঠেছেন সেখানকার ভিআইপি রেস্ট হাউস মধুমতিতে। নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবকাঠামো ব্যবহার করার সুযোগ নেই। এজন্য সাকিব অনুশীলন করতে বেছে নিয়েছেন বিকেএসপিকে।

নিজেকে প্রস্তুত করার মিশনে বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। করোনা নেগেটিভ হওয়ায় দ্র্রুতই চলে যান বিকেএসপি। সব ঠিক থাকলে দুই মাস পর টাইগার অলরাউন্ডার খেলতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট। ২৮ অক্টোবর এক বছর শাস্তির মেয়াদ শেষ হবে তার।

জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোর মাশুল দিয়ে চলেছেন সাকিব। ১০ মাস ধরে সবধরনের ক্রিকেটের বাইরে তিনি। আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে তাকে।

টাইগার অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুর ‍হতে পারে। নভেম্বরের শুরুতে লঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্টই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার অলরাউন্ডারের প্রত্যাবর্তনের ম্যাচ। কেননা বিসিবি চাইছে সাকিবকে দ্রুত খেলায় ফেরাতে।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর