নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

‘লকডাউন দিয়ে লাভ কি’

নিজস্ব প্রতিবেদক, যশোর ১৪ এপ্রিল,২০২১

কাল থেকে সবাইকে বাইরে দেখবেন, এটা কোনো লকডাউন? এই লকডাউন দিয়ে লাভ কি? এভাবেই মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ফেসবুক লাইভে এসে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেছেন, “পবিত্র ঈদুল ফিতর এবং রমজান উপলক্ষে আমাদের পৌরসভাতে লকডাউনের কারণে, রমজানের কারণে প্রায় ৫/৭  হাজার লোকের মধ্যে সাড়ে ৪শ’ টাকা করে দেওয়ার কথা ছিল। হঠাৎ করে আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তা স্থগিত ঘোষণা করেছে। এদেশে সব আইন, সব সিদ্ধান্ত গরীবের বিরুদ্ধে আর বড় লোকের পক্ষে।”

আপনারা বড় লোককে বড়লোক বানাতে চান, গরীবকে গরীব বানাতে চান উল্লেখ করে ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেন, “সব দলের রাজতৈনিক নেতারা, প্রথম সারির দুই-একজন আছে, দ্বিতীয় সারির সব নেতা আজকে আমেরিকাসহ কয়েকটা দেশে তাদের বাড়ি-গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স আছে। এগুলোর তদন্ত হওয়া উচিত। কেউ এগুলো নিয়ে মনে কষ্ট নিলে আমার কিছু যায় আসেনা। আমি কাউকে ভয় করিনা।”

আবদুল কাদের মির্জা আরও বলেন, “লকডাউন দিয়েছেন ভালো কথা। লকডাউন কি কেউ মানে? আপনারা কাল থেকে দেখবেন প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, ঘরের সামনে সিঁড়ির উপরে সমস্ত ছেলে মেয়ে বসা। এটা কি লকডাউন? একটার পাশে একটা বসে আছে, লকডাউন নাকি এটা। এটা কোন লকডাউন? এই লক ডাউন দিয়ে লাভ কি? আমি বলছি যে করোনা আমাদের সঙ্গী  হয়ে গেছে? টিকা নেওয়ার পরেও করোনা হইতেছে। আমি বলছি স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দুরত্ব বজায় রেখে,সামাজিক দুরত্ব বজায় রেখে আমারা যদি এগিয়ে যাই তাহলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হব না। দেশ এগিয়ে যাবে। এটা খোদার গজব, আমাদের মন্ত্রী এমপি যেগুলে করে। গরীবের উপর অত্যাচার করতেছেন ,এটা নিয়ে আল্লাহ অসন্তষ্ট হয়ে করোনা আজকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিছে। আল্লাহ করোনা দিয়েছে, এজন্য এটা খোদার গজব। এটাকে সঙ্গে নিয়া আমাদেরকে বেঁচে থাকতে হবে।”

বসুরহাট পৌর মেয়র বলেন, “এদেশে কি মাহাথির মোহাম্মদ আছে? মালেশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেছে, আমি আমার দেশে হাসপাতাল তৈরি করে আমি এদেশে চিকিৎসা নেব। আমাদের কি মাহাথির মোহাম্মদ আছে? নাই । সচিব বেলায়েত দুর্নীতিবাজ, কত বড় দুর্নীতিবাজ সে তারেক জিয়ার জন্য টাকা পাঠায়। এই বাদল অস্ত্রবাজ, তার প্রজেক্টে সে তার স্ত্রীকে নিয়ে এখানে আসে,অস্ত্রবাজ,মাদক সম্রাট (বাদল), সে (বেলায়েত) যদি অনিয়মকারী না হয়, সে এখানে কেন আসবে?  আমি যখন জিজ্ঞেস করলাম বাদল আপনার বউকে স্বর্ণ দিয়েছে, আরো কি কি দিয়েছে বাদল। এগুলো বললে সে বলে আমাকে মোবাইল একটা দিয়েছে। মন্ত্রীর পিআরও নাসের এখন নাকি তাকে কি বানিয়েছে, দুর্নীতিবাজ এগুলোর প্রমোশনতো বেশি হয় এদেশে। আপনি (বেলায়েত) কেন গুন্ডা বাজে ছেলের কাছ থেকে মোবাইল নিয়েছেন। আপনি কি দুর্নীতি করেন না? তারেক জিয়ার জন্য টাকা পাঠান না? আপনি মন্ত্রণালয়ে টাকা ভাগ করেন না?”

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর