নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, জুলাই ১৩, ২০২৫

‘বুধবার থেকে চলবে বাস’

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল (সোমবার) থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। অফিস খোলা থাকলেও গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এ রকম পরিস্থিতিতে ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৭ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে।”

তিনি জানিয়েছেন, শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং বের হতে পারবে না।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর