নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

‘প্রচুর’ টাকা পাচার হচ্ছে

বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে যা দেশের জন্য এটা বড় ধরনের সমস্যা বলে উল্লেখ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার মো. জহুরুল হক।

বুধবার দুজন দুদকে যোগ দিয়ে সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কাজ করার কথা দাবি করে জহুরুল হক বলেন, “দেশের জন্য এটা বড় ধরনের সমস্যা। দুদক তৎপর থাকবে ভবিষ্যতে যাতে কোনো টাকা পাচার না হয়।”

জহুরুল হক আরও বলেন, “আমাদের কাছে লিস্ট চাচ্ছেন কোর্ট । আমরা লিস্টগুলো কোয়ারি করবো, খুঁজব, দেখব। তারপর কোর্টকে জানাব। কোর্ট যে অ্যাকশন নিতে বলবে, সেই অ্যাকশন নেব। ”

পাচার হওয়ার অর্থ বিষয়ে দুদকের আরেক নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন বলেন, “পদ্ধতি অনুযায়ী, আইন অনুযায়ী যতখানি সুযোগ রয়েছে, সেটা করার চেষ্টা করব। দুর্নীতি দমনের জন্য সুনির্দিষ্ট আইন আছে আমাদের, যা দিয়েই দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছে।”

গণমাধ্যমকে সমাজের দর্পন দাবি করে মঈনউদ্দীন বলেন, “সমাজে দুর্নীতি থাকুক আমরা কেউ চাই না। আমাদের কর্মকাণ্ডেও যেন সেটা থাকে। সবাই সবার অবস্থান থেকে দুর্নীতি দমনে আমাদেরকে সহযোগিতা করবেন।”

প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে আগের কমিশনের করা বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে সরকার যেন উদ্যাগ নেয়, সেই বিষয়ে কমিশনও কাজ করবে বলে জানান তিনি।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর