‘গণ্ডি’র অযোধ্যা জয়
দেশের আলোচিত সিনেমা ‘গণ্ডি’র সফলতার মুকুটে নয়া পালক যুক্ত হলো। ভারতে অনুষ্ঠিত অযোধ্যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি বিভাগে পুরস্কার অর্জন করেছে এই সিনেমাটি।
অভিনয় দক্ষতার জন্য ‘বেস্ট অ্যাক্টর’ বিভাগে পুরস্কার পেয়েছেন সব্যসাচী চক্রবর্তী। এছাড়া ‘বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম’ পুরস্কারে ভূষিত হয়েছে এটি।
‘গণ্ডি’ ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি ‘ভুবন মাঝি’ নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সেটিও দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল।
এদিকে প্রথম দুই সিনেমার সফলতার পর তৃতীয় সিনেমা নির্মাণে হাত দিয়েছেন ফাখরুল। মুক্তিরযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে তিনি নির্মাণ করছেন ‘জে কে ১৯৭১’।