নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

‘করোনা যেতে সময় লাগবে’

বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি, সময় লাগবে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি উল্লেখ করে মন্ত্রী বলেন, “দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন আবার বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে।”

জাহিদ মালেক বলেন, “আমরা মাস্ক ব্যবহার কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি এবং বেপরোয়া হয়ে গেছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে। এটা আশঙ্কাজনক। ”

উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “টিকা নিয়ে এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যা বিপদ ডেকে আনছে।”

জাহিদ মালেক বলেন, “সংক্রমণ ঠেকাতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার সারা দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।”

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর