‘আগের নিয়মেই হবে বইমেলা’
প্রতিবারের মতোই এ বছরও বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, “ভার্চুয়ালি নয়, আগের নিয়মেই হবে বইমেলা।”
রোববার বাংলা একাডেমি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “করোনার কারণে ফেব্রুয়ারির শুরুতে মেলা হচ্ছে না। আজকে আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরাসরি বই মেলা হবে। কোনো ভার্চুয়াল মেলা হবে না। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।”
কে এম খালিদ আরো বলেন, “আমরা প্রধানমন্ত্রী বরাবর একটি ওপেন প্রস্তাব পাঠাব : ২০ ফেব্রুয়ারি , ৭মার্চ , ১৭ মার্চ থেকে বইমেলা শুরু করা যায় কিনা? কেননা ১২ এপ্রিল থেকে রোজা শুরু হয়ে যাবে। রোজার আগেই আমরা বইমেলা শেষ করতে চাই।”
২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব কি না— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “কোভিড নিয়ন্ত্রণে এলে বা ভ্যাকসিন চলে এলে ওই সময়ে বইমেলা শুরু করা সম্ভব। যদিও একটু কঠিন হবে। কোভিড নিয়ন্ত্রণে না এলে মেলা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে।