৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি
সারা দেশের ৬ মহানগরে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।
যুগ্ম মহাসচিব বলেন, “১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি বরিশাল, ২৮ ফেব্রুয়ারি খুলনা, ১ মার্চ রাজশাহী, ৩ মার্চ ঢাকা উত্তর এবং ৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটিতে সমাবেশ করবে বিএনপি। ৬ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা এসব সমাবেশের আয়োজন করবেন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, ডা. শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন বুলবুল। আরও ছিলেন ৬ সিটিতে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।