নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

৫ নভেম্বর দেশে ফিরছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, যশোর ৩ নভেম্বর,২০২০

গত ২৯ অক্টোবর দিনটিও ছিল বৃহস্পতিবার। সেদিন এক বছরের নিষেধাজ্ঞা শেষে আবারো ক্রিকেটে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঠিক পরের বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৫ নভেম্বর সাকিব নিষেধাজ্ঞার শৃঙ্খলমুক্ত অবস্থায় দেশে ফিরছেন।  

সাকিবের অতি ঘনিষ্ঠ এক নির্ভরযোগ্য সূত্র সোমবার জানিয়েছে, দেশে আসার পরপরই মি. অলরাউন্ডার মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন। তার আগে অবশ্য তিনি করোনা টেস্ট করাবেন। রিপোর্ট নেগেটিভ আসলেই কয়েকদিনের কোয়ারেন্টাইন শেষে ক্রিকেটের রাজা সাকিব দীর্ঘকাল পর মিরপুরের সবুজ ঘাসে ব্যাট-বল হাতে অনুশীলনে নেমে পড়বেন। নিষেধাজ্ঞা শেষে আসন্ন  বঙ্গবন্ধু করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টেই সাকিবকে আবারও তার পুরোনো রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

বিসিবির পক্ষ থেকে আগেই বলা হয়েছে, ৫ দলের টুর্নামেন্টে খেলোয়াড়দের দল প্লেয়ার ড্রাফটে নির্ধারণ করা হবে। তাই সাকিবের দল নিয়ে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার মধ্যে ফিটনেস টেস্টেও সুপার-৭৫ কে উত্তীর্ণ হতে হবে। তবেই তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার ছাড়পত্র পাবেন। যদিও ফিটনেস টেস্টে সাকিবের উত্তীর্ণ হওয়া নিয়ে তেমন একটা সন্দেহের অবকাশ নেই। কারণ গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে তিনি দেশে ফিরে বিকেএসপিতে মাসব্যাপী ব্যক্তিগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে কঠোর অনুশীলন করেছিলেন। টাইগার অলরাউন্ডারের ফিটনেস উন্নতিতে মুগ্ধ হয়েছিলেন তার দুই ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। যদিও শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় গত ১ অক্টোবর সাকিব আবারো যুক্তরাষ্ট্রে তার স্ত্রী ও দুই কন্যার কাছে ফিরে যান।  

এদিকে, আগামী ৮ নভেম্বর সাকিবের বড় মেয়ে আলাইনার জন্মদিন। কিন্তু এর আগেই দেশে আসবেন বলে তিনি প্রিয় সন্তানের জন্মদিন পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে তিনদিন আগে উদযাপন করেছেন।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর