নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

৪ বছর পর দেখে নেবো : ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, যশোর ৩ ডিসেম্বর,২০২০

আবারো কোনো ধরণের প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিরোধী দলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪ বছর পর আপনাদের দেখে নেব।

মার্কিন স্থানীয় সময় বুধবারের হোয়াইট হাউজের ডিপ্লোম্যাটিক রুম থেকে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই এই হুঁশিয়ারি দেন তিনি। উপস্থিত অতিথিদের উদ্দেশে ট্রাম্প বলেন, দারুন ছিল গত চার বছর। আরও চার বছরের জন্য চেষ্টা চালাচ্ছি। যদি না হয়, চার বছর পর আবার দেখা হবে।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট আরো বলেন, গত চার বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি। সকলেই জানেন নির্বাচনে কীভাবে কারচুপি হয়েছে। গণনায় প্রথম থেকে আমি এগিয়ে ছিলাম, হঠাৎ করে হেরে গেলাম। এটা হয় না। আমাদের কাছে অনেক প্রমাণ আছে।

এদিকে মঙ্গলবারই মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, নির্বাচনে কোনও কারচুপির প্রমাণ পায়নি বিচার বিভাগ। এরপরেও নিজের হার স্বীকার করতে মোটেও রাজি নন ট্রাম্প। বরং ২০২৪ সালের নির্বাচনে ফের লড়াই করার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর