৪০১ রানে পিছিয়ে সফরকারীরা
কেন উইলিয়ামসনের ১২৯ রানে মাউন্ট মাউনগানুইতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৩১ রান করেছে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় দিনশেষে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৩০ রান। এখনও ৪০১ রানে পিছিয়ে সফরকারী দল। এদিন পাকিস্তানের শান মাসুদ আউট হয়েছেন ১০ রানে। আবিদ আলী ১৯ রানে অপরাজিত আছেন কোন রান না করা মোহাম্মদ আব্বাসকে নিয়ে।
আগের দিনের ৩ উইকেটে ২২২ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করে স্বাগতিক দল। আগের ৯৪ রান নিয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়ামসন তার ইনিংস সেঞ্চুরিতে রুপান্তরিত করেন। ২৯৭ বলের ইনিংসে ছিল ১২ টি চার ও ১ ছয়। আগের দিন অন্যপ্রান্তে ৪২ রান করে অপরাজিত থাকা হেনরি নিকোলস আউট হন ৫৬ রানে। তবে উইকেট রক্ষক ব্রাডলে ওয়াটলিং ৭৩ রানের আরেকটি বড় ইনিংস উপহার দিলে শক্ত অবস্থানে চলে যায় স্বাগতিক দল। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৪ টি ও ইয়াসির শাহ নিয়েছেন ৩ উইকেট।