নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, জুলাই ১৩, ২০২৫

২৬ মণ জাটকা জব্দ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৬ মণ ১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

শনিবার রাত ১টা থেকে রোববার (১৪ মার্চ) দিনব্যাপী উপজেলার পদ্মা নদী সংলগ্ন কবুতরখোলা চরে এ সব জাটকা জব্দ করা হয়। 

এ সময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত ২০০ সিসির স্পিডবোটটি জব্দসহ আকরাম ঢালী নামে একজনকে আটক করা হয়। পরে বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রাশেদুজ্জামান বিকালে জাটকা মাছগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের সহযোগিতায় রাতভর অভিযান চালিয়ে একটি স্পিডবোট থেকে সাতটি গ্যালনে ১৫০ কেজি করে মোট এক হাজার ৫০ কেজি (২৬ মণ ১০ কেজি) জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি স্পিডবোটসহ জড়িত একজনকে আটক করা হয়।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর