১০ জঙ্গির শুনানি ২৫ মার্চ
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেপ্তার ১০ জঙ্গির বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য ২৫ মার্চ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার এ মামলায় শুনানির দিন ধার্য ছিল। এদিন কাশিমপুর কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান শুনানির জন্য নতুন এ তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের এপিপি মো. গোলাম ছারোয়ার খান (জাকির) এ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক ঘণ্টার ওই অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম ১০ আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
২০১৮ সালের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ১৮ জুলাই বিচারক ১০ আসামিদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ করেন।