হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা
কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এতে আহ্বায়ক করা হয়েছে সংগঠনটির সদ্য-সাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে।
কমিটির বাকি সদস্যরা হলেন মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।
মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন। মহিববুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামা।
সোমবার (২৬ এপ্রিল) ভোররাতে দিকে ফেসবুক লাইভে এসে নবগঠিত কমিটির ঘোষণা দেন নুরুল ইসলাম। এর আগে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার কথা জানানো হয়।
ফেসবুক লাইভে নুরুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তির পর পরিস্থিতি বিবেচনায় উপদেষ্টা কমিটির পরামর্শে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। কমিটির সদস্যগণ দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
এর আগে রোববার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ ভিডিও বার্তায় এসে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। এর মাত্র কয়েক ঘণ্টা পরই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।