নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

হঠাৎ কালবৈশাখী ঝড়

চৈত্রের তাপদাহের মধ্যেই হঠাৎ উঠেছে কালবৈশাখী ঝড়।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঝড় শুরু হয়। 

ঝড়ো বাতাসের কারণে ধুলোয় ভরে যায় ঢাকার বাতাস। এ সময় ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে ছোটাছুটি করতে থাকেন পথচারীরা।

এর আগে দুপুরে গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে নিহত হয়েছেন চারজন।

নিহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের মৃত সোলেমান মিয়ার স্ত্রী ময়না বেগম (৬০), ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিচ্চু মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৬) এবং পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের আবদুল গোফফার ও জাহানারা বেগম।

এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর