সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় শাহজাদপুরের পারকোলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পারকোলা গ্রামের আনিসের স্ত্রী সালেকা বেগম (৬০) ও চান্দুর স্ত্রী কাজলী খাতুন (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে পাবনাগামী একটি পিকআপ ভ্যান পারকোলা থেকে শাহজাদপুরগামী একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে পেছন থেকে চাপ দেয়। এতে ঘটনা স্থলেই দুইজন নিহত হন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনার স্থলে গিয়ে দেখি পিকআপ ভ্যানটি ব্যাটারি চালিত অটোভ্যানকে পেছন থেকে চাপা দিয়েছে। ঘটনার স্থলেই দুইজন নিহত হয়েছেন। একই ভ্যানে থাকা আহত আনছার আলী ও মুক্তা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকআপ ভ্যানের চালক হেলপার পালিয়ে গেছে। শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হাসিবুল ইসলাম।