সু চি’র বিরুদ্ধে ঘুষের অভিযোগ
মিয়ানমারের ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে অবৈধভাবে স্বর্ণসহ ৬ লাখ ডলার অর্থ ঘুষ নেওয়ার অভিযোগ এনেছে দেশটির সামরিক বাহিনী। বিবিসি এ খবর জানায়।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানী নেপিডোতে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, “অং সান সু চিকে ছয় লাখ ডলার অর্থ এবং ১১ কেজি স্বর্ণ দিয়েছিলেন ইয়াঙ্গুনের সাবেক এক মুখ্যমন্ত্রী।"
গত ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর সু চি’র বিরুদ্ধে আনা এই অভিযোগকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডির বিরুদ্ধে অভিযোগ এসে জাও মিন তুন আরও বলেন, “আন্দোলনকারীদের মৃত্যুর জন্য তারাই দায়ী। কারণ দলটি রাস্তায় নেমে আসার জন্য আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে।"
মিয়ানমারের নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পর থেকেই দেশটিতে লাগাতার বিক্ষোভ চলছে। বৃহস্পতিবারও মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনে আরও ৭ বিক্ষোভকারী নিহত হয়েছেন।