নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, জুলাই ১৩, ২০২৫

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আলমগীর

বিপদ কেটে গেছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন দেশের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক আলমগীর। বুধবার বিকেলে তিনি হাসপাতাল ছাড়েন বলে নিজেই জানিয়েছেন তিনি। 

শারীরিক অবস্থা প্রসঙ্গে আলমগীর বলেন, “এখন ভালো আছি। হালকা দুর্বল লাগছে। আশা করি শিগগিরই সেটা কেটে যাবে। চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করব চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

গত ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন আলমগীর। সেখানে অধ্যাপক ডা. রাশেদুল হাসান কনক, ডা. হুমায়ূন কবির কল্লোল ও ডা. তানজিনা হোসেনের তত্ত্বাবধানে আলমগীরের চিকিৎসা চলে। ডাক্তার ও নার্সদের আন্তরিক সেবার প্রতিও আলমগীর বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ১৭ এপ্রিল করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন আলমগীর ও রুনা লায়লা। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাঁরা করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান—মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর, তাসবির আহমেদসহ মোট ১২ জন।

আলমগীরের করোনার সংক্রমণ প্রসঙ্গে রুনা লায়লা জানান, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আগের দিন থেকে আলমগীর তাঁর খুসখুসে কাশির কথা বলছিলেন। তাই দুজনেই তাঁদের মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাড়িতে করোনার পরীক্ষা করান। ১৮ এপ্রিল সকালে রিপোর্ট হাতে পেলে জানতে পারেন, আলমগীর করোনা পজিটিভ, রুনা লায়লা করোনা নেগেটিভ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর