নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

সিরি আর সেরা খেলোয়াড় রোনালদো

টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান লিগ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসে আসার পর গত মৌসুমে তিনি ৩৩ ম্যাচে ৩১ গোল করে জুভেন্টাসকে টানা নবম সিরি আ জয়ে ভূমিকা রাখায় গত শুক্রবার এই পুরস্কার পেয়েছেন তিনি। 

এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ৩৭ বছর বয়সী তারকা রোনালদো বলেন, “শুরুতে ফাঁকা স্টেডিয়ামে খেলা বেশ কঠিন ছিলো। তবে জয়ের লক্ষ্যে আমরা নেমেছিলাম এবং আমরা সেটি করেছি। আমি ভাগ্যবান এবং খুশি। একাগ্রতা, আত্মবিশ্বাস, নৈতিকতা এবং আগ্রহ- এগুলোই আমার খেলা চালিয়ে যাবার শক্তি দেয়। আমি উদ্যম অনুভব করি, নয়তো ৩৪, ৩৫, ৩৬ বা ৪০ বছর বয়সে জেতা সম্ভব না।” 

এদিকে জুভেন্টাসের নারী দলের স্ট্রাইকার ক্রিস্টিয়ানা জিরেলি সেরা নারী খেলোয়াড়ের খ্যাতি পেয়েছেন। সিরি আর সেরা কোচ নির্বাচিত হয়েছেন আটলান্টার জিয়ান পেইরো গ্যাসপেরিনি। তার দল টানা দ্বিতীয় বারের মতো সিরি আর তৃতীয় দল হয়েছে এবং চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে অংশ নিয়েছে। 

গ্র্যান গালা দেল কালসিও নামে খ্যাত এই পুরস্কারটি সাধারণত বিভিন্ন ফুটবলার, কোচ, রেফারি এবং সাংবাদিকদের ভোটে দেয়া হয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় এই অনুষ্ঠান বেশ বড় করে আয়োজন হলেও চলমান মহামারীর কারণে শুধুমাত্র টেলিভিশনেই এই পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর