নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

সিরিজ জয় স্বাগতিকদের

নিজস্ব প্রতিবেদক, যশোর ৭ জানুয়ারী,২০২১

ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানে হারাল নিউজিল্যান্ড। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিক দল। পাশাপাশি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটিও নিজেদের করে নিয়েছে কিউইরা। কাইল জেমিসনের বোলিং তোপে টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৩৭ রান আসে দুজনের ব্যাট থেকে। আজহার আলী আর জাফর গোহর সমান রান করেন। কিন্তু ৪৮ রানে জেমিসন ছয় উইকেট নিলে পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন যাওয়া আসার মধ্যে। 

টেস্টের প্রথমে ব্যাট করা পাকিস্তান প্রথম ইনিংসে করে ২৯৭ রান। জবাবে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৬৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করে নিউজিল্যান্ডে হয়ে। এরমধ্যে ইনফর্ম অধিনায়ক কেন উইলিয়ামসন ২৩৮ রান করে হন ম্যান অব দ্যা সিরিজ। জেমিসন হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ। ১১৭ রানে দুই ইনিংসে মোট ১১ উইকেট নিয়েছেন তিনি।  

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর