নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

সিগারেটে বাবা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর ২২ নভেম্বর,২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিগারেটের আগুনে পুড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দীপায়ন সরকার (৩৫) ও তার পাঁচ বছরের মেয়ে দিয়া রানী সরকার। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন স্ত্রী পপি সরকার (৩০)।

রোববার সকালে ফতুল্লা থানার এসআই ইমানুর রহমান জানান, রাতে ঘুমানোর সময় মশারি টানানো অবস্থায় ধূমপান করে সিগারেটের আগুন না নিভিয়ে ঘুমিয়ে পড়েন দীপায়ন সরকার। জলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন পরিবারের ৩ জন। পরে পাশের লোকজন এগিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে দীপায়ন সরকার ও তার মেয়ে দিয়া রানী সরকার মারা যায়।পপি সরকারের অবস্থাও আশঙ্কাজনক।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর