সরে দাঁড়ালেন সৈকত
চলতি বছরের শুরুতে ‘গুলশানের চামেলী’ শিরোনামের একটি ছবি নির্মাণের ঘোষণা দেন সৈকত নাসির। নতুন বছরের জানুয়ারিতে ছবির শুটিং শুরুর পরিকল্পনাও হয়। সে মোতাবেক কাজ এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করে ছবি থেকে সরে দাঁড়ালেন সৈকত। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন ‘গুলশানের চামেলী’ ছবিটি তিনি পরিচালনা করবেন না।
সৈকত নাসির লেখেন, “শিডিউল জটিলতায় ‘গুলশানের চামেলী’ সিনেমাটি আমি করতে পারছি না। প্রযোজক ইকবাল ভাইকে জানিয়েছি। তিনি ব্যাপারটি মেনে নিয়েছেন।”
এ বিষয়ে বিস্তারিত জানতে সৈকত নাসিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “ছবির প্রযোজক চাচ্ছেন ঈদে ছবিটি মুক্তি দিতে। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমার হাতে বেশ কয়েকটি ছবির কাজ আছে। সেগুলো শেষে করতে এপ্রিল মাস পর্যন্ত সময় লাগবে। তাই ছবিটি আটকে না রেখে ছেড়ে দিলাম। আমার বিশ্বাস, যিনি ছবিটি বানাবেন তিনি আমার চেয়ে ভালো কিছু বানাবেন।”
একজন নারী যৌনকর্মীর ওপর ছবিটি নির্মাণ করা হবে, যে বিনা অপরাধে শাস্তি পায়। এই সিনেমার নায়ক যিনি হবেন, তিনিই আবার খলনায়ক হিসেবে থাকবেন। ছবিটির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।
ছবির নাম-ভূমিকায় কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কেউ। তবে জয়া আহসান, ববি হক এমনকি কলকাতার স্বস্তিকা মুখার্জির নামও শোনা গিয়েছিল। সময়ই বলে দেবে এর উত্তর।