শেষ বলে কিছু নেই!
অবশেষে বাপ্পী চৌধুরী ও বিপাশা কবির একসঙ্গে একই ছবিতে। ‘গিভ অ্যান্ড টেক’ নামের একটি ছবির জন্য তারা চুক্তিবদ্ধ হলেন। অথচ মাত্র কিছুদিন আগেই একটি লাইভ অনুষ্ঠানে বিপাশা কবির প্রায় কান্নাজড়িত কণ্ঠেই বলেছিলেন কোনো ছবিতে বাপ্পী থাকলে সেখানে কাজ করবেন না তিনি। এর পেছনের কারণটাও অবশ্য খুবই হূদয় বিদারক। বিপাশা কবিরের অভিষেক হওয়ার কথা ছিল জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নতুন ছবিতে।
বিপাশার জন্মদিনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তাকে নতুন ছবির নায়িকা হিসেবে একটি ঘোষণা উপহার দিয়েছিলেন। যদিও এই প্রযোজক জন্মদিনের এ রকম উপহার নামক ঘোষণা আরো কয়েকজনকে দিয়েছেন। কিন্তু ভাগ্যবদলের বিশ্বাসেই আশায় থেকেছিলেন বিপাশা কবির। বিধিবাম!
সহশিল্পী বাপ্পী রাজি না থাকায় পরে আর সেই ছবি করা হয়নি। এ নিয়ে বেশকিছু অনুষ্ঠানে আবেগাক্রান্ত হয়ে কেঁদেছেন বিপাশা কবির। তাই প্রচলিত প্রবাদের মতো বলতেই হয় ‘শেষ বলে কিছু নেই’।
এবার অপূর্ব রানার পরিচালনায় ‘গিভ অ্যান্ড টেক’ শিরোনামে নতুন সিনেমার শুটিংয়ে তারা থাকছেন একসঙ্গে। এই সিনেমার প্রধান চরিত্রে আছেন বাপ্পী চৌধুরী, অধরা খান ও বিপাশা কবির।
এদিকে ‘নায়ক’ ও ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’-এর পর তৃতীয়বারের মতো অধরার সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পী চৌধুরী। তিনি বলেন, ‘অধরার সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। আশা করি এখানেও আমাদের জার্নিটা সুন্দর হবে। আর বিপাশার সঙ্গে তো অনেক ছবিই করেছি। আগে থেকে আলাদা বোঝাপড়া রয়েছে।’
বাপ্পী জানান ছবিটিতে তিনি একজন সাইকোর চরিত্রে অভিনয় করবেন। জানুয়ারিতে ছবিটির শুটিং শেষ হবে বলে নির্মাতারা প্রত্যাশা করছেন।
বিপাশা কবির বলেন, ‘রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের ছবি এটি। এই ছবির নায়ক ও পরিচালকের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। সবকিছু মিলে সুন্দর একটি টিম। আমার মনে হয় বাণিজ্যিক ধারার এই ছবিটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।’