শেষ আটে নাদাল-বার্টি
প্রায় ছয় বছর আগের ইউএস ওপেনের কথা ভালোভাবেই মনে থাকার কথা রাফায়েল নাদালের। প্রথম দুই সেট জিতেও ফ্যাবিও ফগনিনির কাছে অবিশ্বাস্য ভাবে শেষ তিন সেট হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। ছয় বছর পর গ্র্যান্ডস্লামে আবার ফগনিনির মুখোমুখি নাদাল। সেই হারের প্রতিশোধটাও নেন মধুর ভাবে।
ইতালিয়ান এই তারকাকে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নাদাল। শেষ আটে আগামীকাল নাদালের প্রতিপক্ষ পাঁচ নম্বর বাছাই স্টেফানোস সিটসিপাসকে। চতুর্থ রাউন্ডে না খেলেই কোয়ার্টারে উঠেছেন গ্রিসের এই তারকা খেলোয়াড়। পেটের চামড়ায় টান থাকায় ওয়াকওভার দিয়ে দেন মাত্তেও বেরেত্তিনি।
এদিকে নারী এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নারী এককের শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি। ১৯৭৮সালের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পথে দুরন্ত গতিতে ছুটছেন তিনি। গতকাল শেলবি রজার্সকে ৬-৩, ৬-৪ সেটে হারানোর পর বার্টি বলেন, ‘আরও একবার কোয়ার্টার ফাইনালে পৌঁছানোটা সত্যিই রোমাঞ্চকর। কয়েক মাস আগে কেউ যদি বলত, আমার শুরুটা এমন দুর্দান্ত হবে তাহলে এক চওড়া হাসিই ভেসে উঠত আমার মুখে।’
শেষ আটে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনবা মুচোভার মুখোমুখি হবেন বার্টি। দিনের অপর কোয়ার্টার ফাইনালে লড়বেন দুই মার্কিনি জেনিফার ব্রাডি ও জেসিকা পেগুলা।