নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, যশোর ১ নভেম্বর,২০২০

তিন দফা দাবিতে সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তার ওপর অবস্থান নিয়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার(০১ নভেম্বর) সকাল ১০টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। 

তাদের তিন দফা দাবি হলো— করোনা মহামারিতে প্রফের বিকল্প দিতে হবে, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু করতে হবে এবং পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সাধারণ মেডিকেল এবং ডেন্টালের প্রায় চার শ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর