শাফিনের ‘হারিয়ে যাব
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। ঈদে প্রকাশ পাবে তার নতুন গান ‘হারিয়ে যাব’। নিয়াজ মাহমুদের কথায় গানটির সুর তৈরি করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি এর রেকর্ডিং এবং ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে।
শিল্পীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল বেজ প্রোডাকশন’ থেকে গানটি প্রকাশ করা হবে ঈদের সময়। এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, “শ্রোতাদের আগ্রহের কারণেই নিয়মিত নতুন গানে কণ্ঠ দিচ্ছি। ঈদের সময় প্রকাশিতব্য এ গানটি বেশ সময় নিয়ে তৈরি করেছি। সুর ও কথার চমৎকার সমন্বয় হয়েছে। আশা করছি উৎসবের সময় এটি শ্রোতাদের ভালো লাগবে।”
এদিকে ‘নির্জনতার গান’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ হয়েছে শাফিনের। লতিফুল ইসলাম শিবলীর কথায় এটিরও সুর করেছেন শিল্পী নিজেই। এ ছাড়া ডাবল বেজ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এক মাস আগে থেকে ‘মিউজিক লাউঞ্জ’ নামের একটি সংগীতানুষ্ঠান প্রচার করছেন শাফিন। গান আড্ডার এ অনুষ্ঠানটিও এরই মধ্যে প্রশংসিত হয়েছে।
অন্যদিকে গানের পাশাপাশি অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে এ তারকা শিল্পীর। পাঁচ বছর আগে ‘রিদম অব লাইফ’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। অভিনয়ের সেই অভিজ্ঞতা নিয়ে প্রথমবার সিনেমায় অভিনয় করবেন তিনি। নাম ‘রহস্যে ঘেরা শহর’। থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন তারিক মুহম্মদ হাসান।