নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

শবনম ফারিয়া এবার রাজের নায়িকা

নিজস্ব প্রতিবেদক, যশোর ১ অক্টোবর,২০২০

তরুণ অভিনেতা শরিফুল রাজের নায়িকা হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ‘বিলাপ’ নামে একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজে জুটিবদ্ধ হয়েছেন তারা।

শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ এটি; এতে শরিফুল রাজের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তিনি। সিরিজে জাকিয়া বারী মম ও রুনা খানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

কপ ক্রিয়েশনের প্রযোজনায় সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার।

সিরিজটি ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্মাতা সানী সানোয়ার বলেন, গল্প বলার নান্দনিক ঢং এবং নির্মাণ কৌশলে সিনেমাটিক ছাপ থাকার কারণে ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে ‘কপ ক্রিয়েশন’ নিয়মিতভাবে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও নির্মাণ করবে।

শবনম ফারিয়া এ বিষয়ে বলেন, আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি। এটার গল্প শোনার পর মনে হয়েছে যে, আমি এই গল্পের পার্ট হতে চাই।

এতে অন্যান্য চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমীত সেনগুপ্তসহ আরও অনেককে।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর