লড়াইটা চলবে সুপার লিগেও
আজ সোমবার (২৫ জানুয়ারি) সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও সিরিজ আগেই নিশ্চিত করেছে টাইগাররা। তবে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, কারণ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সুপার লিগের ফলাফলই নির্ধারক হবে কারা সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলবে।
ম্যাচ জিতলেই ১০ পয়েন্ট। সঙ্গে থাকছে রানরেটের হিসাবও। তাই সিরিজ জিতেই তৃপ্তির স্বাদ পাওয়ার সুযোগ নেই বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর জন্য। অন্য দলগুলো নিজেদের মাঠে তো বটেই, জয় ছিনিয়ে আনতে পারদর্শী অন্যদের মাঠেও। আর বাংলাদেশের পরিসংখ্যান বলছে, বাইরের মাঠে স্পোর্টিং উইকেট কিংবা পেসবান্ধব উইকেট হলেই বাংলাদেশকে ধুঁকতে হয়েছে বেশ কয়েক বার।
তাই আজ বাংলাদেশ জিতলে হোয়াইটওয়াশ হবে ক্যারিবীয়রা। এতে আরও ১০ পয়েন্ট পেলেই বাংলাদেশ আপাতত উঠে আসবে সুপার লিগের দ্বিতীয় অবস্থানে। বর্তমানে ছয় ম্যাচে তিনটি করে জয় পরাজয়ে ৩০ পয়েন্ট, সঙ্গে নেট রানরেট ০.৭৯ নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড। বাংলাদেশের অবস্থান তিনে, পয়েন্ট মাত্র ২০ হলেও রানরেট ১.৩৭৯, যা সমান পয়েন্ট সাপেক্ষে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রাখবে বাংলাদেশকে।
অন্যদিকে আজ জিতলে ভারতকে পেছনে ফেলে আটে উঠে আসবে তরুণ উইন্ডিজ। ভারত এখন আটে অবস্থান করছে, পয়েন্ট সংখ্যা ৯। লিগ টেবিলে ৪০ পয়েন্ট এবং ০.৩৪৭ রানরেট নিয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচে তাদের জয় চারটি, হেরেছে দুটিতে।