লকডাউনে ৩ ঘণ্টা ব্যাংক খোলা
লাকডাউনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক মো. মাহবুবউল হকের সই করা নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
এসময় বাংলাদেশ ব্যাংকের অফিসসমূহের ব্যাংকিং, যথা : ডিএবি, পিএডি এবং ক্যাশ কাউন্টার খোলা থাকবে।
এর আগে ব্যাংকিং সেবা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মঙ্গলবার চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ‘সর্বাত্মক লকডাউনে’ ব্যাংক শাখা বন্ধ থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংক শাখা খোলা রাখা যাবে।
এ সিদ্ধান্তের মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাংকে ছিল প্রচুর ভিড়। এসময় রাজধানীর অনেক শাখায় গ্রাহক চাহিদামতো টাকা না পায়নি বলে অভিযোগ করেছেন।