নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, জুলাই ১৩, ২০২৫

রানার নতুন গান ‘চিচিং ফাঁক’

যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই পুরোদমে মিডিয়ায় ব্যস্ত সময় পার করছেন রানা। এরই মধ্যে দর্শক শ্রোতাদের জন্য ‘চিচিং ফাঁক’ নামে একটি ভিন্নধর্মী গানের চমক নিয়ে আসছেন তিনি।

গান প্রসঙ্গে রানা বলেন, “গানের টাইটেল থেকে শুরু করে কথা, সুর ও কম্পোজিশনে রয়েছে ভিন্নতা, যা এর আগে কোনো গানে কখনো হয়নি। সবাই তো বৈশাখ উপলক্ষে বৈশাখের বন্দনা করে প্রতি বছর অনেক গানই প্রকাশ করেন। কিন্তু আমি চেয়েছি তা থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী কাজ করতে।”

গানের কথা ও সুর করেছেন রানা নিজেই এবং সংগীতায়োজন করেছেন সালমান জোবায়েদ।

গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রানা। এই গানটি ছাড়াও রানার প্রকাশের অপেক্ষায় আছে রবিউল ইসলাম জীবনের কথায় এবং ডি জে রাহাতের কম্পোজিশনে ‘সুখের কারণ’ নামে আরো একটি মিউজিক ভিডিওর কাজ।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর