নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

ম্যারাডোনার নামে ব্যাংক নোট

নিজস্ব প্রতিবেদক, যশোর ৯ ডিসেম্বর,২০২০

 

ডিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবার নতুন ব্যাংক নোটের প্রস্তাব উত্থাপিত হলো আর্জেন্টিনার সংসদে। সম্প্রতি প্রয়াত এই ফুটবল-সম্রাটকে সম্মান জানাতে আর্জেন্টিনার সর্বোচ্চ নোট, হাজার পেসোয় ম্যারাডোনার ছবি সংবলিত করার প্রস্তাব আনেন সিনেটর নর্মা দুরঙ্গো।

নোটের একপাশে থাকবে ম্যারাডোনা ছবি, অপর পাশে থাকবে তার সবচেয়ে বিখ্যাত গোলের ছবি।শতাব্দীর সেরা গোল নামে খ্যাত, ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ম্যারাডোনার দ্বিতীয় গোলটিকে সম্মান জানানো হবে এই নোটে স্থান দিয়ে। দুই সপ্তাহ আগে হৃদরোগে পরলোক গমন করা এই কিংবদন্তিকে সম্মান জানাতে কোনো কমতি রাখতে চাচ্ছে না আর্জেন্টিনা সরকার।

সম্প্রতি আর্জেন্টিনার সংসদে সিনেটর দুরঙ্গো বলেন, ‘আমাদের ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে সম্মান জানানোটাই শুধু আমাদের উদ্দেশ্য না, আমাদের অর্থনৈতিক ব্যাপারটাও মাথায় রাখতে হবে। পর্যটকরা যখন আর্জেন্টিনায় আসবে, তারা চাইবে ম্যারাডোনার চিহ্ন সংবলিত কিছু একটা তাদের সঙ্গে নিয়ে যেত ২০২১- শুরুর দিকে আইনপ্রণেতাদের কাছে শুনানি শেষে বাস্তবায়িত হতে পারে এই নোট।

<!--[if gte mso 9]> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর