মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি
মৌসুমের প্রথম ঝড় আঘাত হেনেছে রাজধানীসহ ছয় জেলায়।
শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেক পর প্রবল বেগে বাতাস বইতে থাকে।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে ঝড় হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে বৃষ্টিও হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মৌসুমের প্রথম ঝড় সাভারে আঘাত হানে। রাজধানীতে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায়।