নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

মেসির সব ধ্যান এখন যেখানে

নিজস্ব প্রতিবেদক, যশোর ২২ ডিসেম্বর,২০২০

 

আবারও পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই পুরষ্কার পান তিনি। নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো এই ট্রফি জিতলেন বার্সেলোনার প্রধান তারকা। 

২০১৭ থেকে ১৯-২০ মৌসুম পর্যন্ত তার পকেটেই যাচ্ছে এই পুরষ্কার। তিনিই একমাত্র ৭বার এই ট্রফি জেতেন। ৬ষ্ঠবার জেতার রেকর্ড আছে সাবেক স্প্যানিশ ফুটবলার টেলমো জাররার।

কিন্তু এসব কিছু ভাবনায় নেই বার্সা তারকার। এখন তার একটাই চাওয়া লা লিগা জয়। তার ধ্যান জ্ঞান এখন সব এখানেই। 

এবার কি ৮ম পিচিচির জন্য ভাবছেন মেসি? আশ্চর্য হয়ে মেসির উত্তর, “৮ম পিচিচি? আমি জানি না। আর আমি এটা নিয়ে ভাবছিও না। এটা এমন কিছু না যেটার জন্য আমি চিন্তিত বাঁ আমার মন খারাপ। আমি এটা জয়ের আগে আমি লা লিগা জয় করতে চাই।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর