মুখোমুখি ক্লপ-গার্দিওলা
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও টেবিলের শীর্ষস্থানধারী ম্যানচেস্টার সিটি।
সম্প্রতি লিভারপুল-সিটি দ্বৈরথ অন্যরকম প্রতিদ্বন্দ্বিতার আভাস ছড়ালেও অ্যানফিল্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে এবার উত্তেজনা কিছুটা কম। কারণটা লিভারপুলই। মৌসুম জুড়ে একের পর এক ইনজুরিতে জর্জরিত ইংলিশ চ্যাম্পিয়নরা ছন্দে নেই একদম।
য়ুর্গেন ক্লপের অধীনে অ্যানফিল্ডকে দুর্গ বানিয়ে বসা অলরেডরা ঘরের মাঠে তাদের শেষ দুই ম্যাচই হেরেছে। আজ তৃতীয় ম্যাচেও হারলে বা এমনকি ড্র করলেও লিভারপুলের শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে যাবে একরকম।
অপরদিকে দুর্দান্ত ছন্দে আছে পেপ গার্দিওলার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ ধরে অপরাজিত থাকা সিটিজেনরা এই ম্যাচে জিততে পারলে শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে গুরুত্বপূর্ণ একটি বাধা পার হবে।