নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

মিরসরাইয়ে ম্যারাথন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেছেন নানা বয়সী মানুষ।

ফিতা কেটে ও আতশবাজি ফুটিয়ে ম্যারাথনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। ম্যারথনটি বড়তাকিয়া আবুতোরাব সড়ক থেকে শুরু হয়ে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

হিতকরী পাঠগৃহের আবু নছর ১৬ মিনিট ২০ সেকেন্ডে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন নিজামপুর কলেজের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও তৃতীয় স্থান অধিকার করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ কুমার দাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, ওসি মুজিবুর রহমান, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কাউছার, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল প্রমুখ।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর