নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

মাকে দেওয়া কথা রেখেছেন কেট

তিন দশকের অভিনয় ক্যারিয়ার। ঝুলিতে অস্কার, এমি, গ্র্যামি ছাড়াও আছে তিন-তিনটি বাফটা পুরস্কার। এত সাফল্য, বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তার পরও কেট উইন্সলেটের পা সব সময়ই মাটিতেই থাকে।

সুপারশপ, শপিং মল থেকে শুরু করে সমুদ্রসৈকত—সর্বত্রই ঘুরে বেড়ান সাধারণ মানুষের মতোই। রাস্তায় ভক্তদের সঙ্গে দেখা হলে কাউকেই নিরাশ করেন না। অটোগ্রাফ বা সেলফিতে ধরা দেন চাইলেই।

এক সাক্ষাৎকারে ব্রিটিশ অভিনেত্রী জানালেন, নিজেকে ‘সাধারণ’ ভাবতে পারার শিক্ষাটা পেয়েছেন পরিবার থেকেই। ‘বাবা সব সময় বলতেন তুমি আগে কী করেছ সেটা বিষয় না। সর্বশেষ কী করলে সেটা দিয়েই তোমাকে বিচার করা হবে’, বলেন কেট।

এ ছাড়া সারা জীবন বিনয়ী থাকবেন বলে মাকে কথা দিয়েছিলেন কেট, ‘মা সব সময় বলতেন কখনো অহংকার করবে না, বিনয়ী থাকবে। তাঁকে কথা দিয়েছিলাম। আমার জীবনে মায়ের ব্যাপক প্রভাব আছে।’

সূত্র : দ্য মিরর

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর