নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

মরার ওপর খাঁড়ার ঘা বার্সার

নিজস্ব প্রতিবেদক, যশোর ২৩ নভেম্বর,২০২০

হাজার চেষ্টা করেও দুঃসময় থেকে বের হয়ে আসতে পারছে না ফুটবল ক্লাব বার্সেলোনা। একের পর এক পরাজয়ে বিপর্যস্ত দলটি। চলতি মৌসুমেও পয়েন্ট টেবিলে বেহাল দশা দিনের যেন আলোর মতোই স্পষ্ট। এবার মরার ওপর খাঁড়ার ঘা পেলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন জেরার্ড পিকে এবং সার্জিও রবার্তো।

গত শনিবার (২১ নভেম্বর) রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় বার্সা। এদিন ১-০ গোলে হেরে যায় কাতালানরা। শুধু তাই নয়, বড় ধরনের চোট পেয়ে ৬১ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন পিকে। এরপর যোগ করা সময়ে কোচের কথা মেনে উঠে যান রবার্তো।

ইনজুরি টেস্টের পর বার্সা থেকে জানানো হয়, ডান হাঁটুর লিগামেন্টে বড় ধরনের চোট পেয়েছেন পিকে। এই সেন্টার ব্যাককে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে তাকে পাচ্ছে না কাতালানরা। অন্যদিকে উরুর মাংসপেশিতে আঘাত পাওয়া রবার্তো আগামী দুই মাস একাদশে খেলতে পারবেন না।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর