নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ভারতীয় পেঁয়াজ আসলেই দাম কমবে

নিজস্ব প্রতিবেদক, যশোর ৭ অক্টোবর,২০২০

পেঁয়াজ আমদানি হলেই কেজিতে দাম ৩০ থেকে ৩৫ টাকা কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা ।

ভারত থেকে আমদানির খবরে হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। গেল এক সপ্তাহ ধরে প্রকারভেদে কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায় এবং দেশি পেঁয়াজের দাম ৭০ থেকে ৭২ টাকা। 

এদিকে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর থেকে হিলির বাজারে দাম বাড়তে থাকে। তবে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি হলে দাম কমে আসবে। 

ভারত থেকে এলসি করা পেঁয়াজ রপ্তানির ব্যাপারে সেখানকার ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন বলে জানানো হয়েছে।  

হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এর সভাপতি হারুন উর রশিদ বলেন, "ভারতের যে এজেন্সিগুলোগুলো আছে, তারা জানিয়েছে তাদের দেশের সরকারের সাথে তাদের কথা হচ্ছে। কিছু দিনের মধ্যে তারা এক্সপোর্ট করতে পারবে বলে আশ্বস্ত করেছে।"

পেঁয়াজ আমদানির পর দাম কমে গেলে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরবে বলে জানান ব্যবসায়ীরা।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর