নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

বিল গেটস ও ফারিয়া একই লেভেলের

মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডার মধ্যে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। সোমবার রাতে এক যৌথ টুইটার বার্তায় ২৭ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা।

তাদের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা। কেউ কেউ তো তাদের বিচ্ছেদের কারণ অনুসন্ধানে উঠে পড়ে লেগেছেন। তবে বেশিরভাগ নেটিজেনরা তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তারা মনে করছেন, বিংশ শতাব্দীর বুকে অন্যতম সুন্দর একটি জুটির বিবাহ বিচ্ছেদ যেন ঝড়ের মতো।

বিল ও মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও। তিনি লিখেছেন, “বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে আছি—এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! গুড মর্নিং এভরিওয়ান।”

তবে ঠিক কোন দিক থেকে তারা একই লেভেলের—সেটা স্পষ্ট করে বলেননি তিনি। এর আগে গত বছর ২৭ নভেম্বর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ফারিয়ার। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের খবরটি জানিয়েছিলেন। 

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর