বিট কয়েনের দরপতন
করোনার কারণে বিভিন্ন দেশের মুদ্রার ও স্বর্ণের দরপতন হলেও বিট কয়েন বা অনলাইন মানির বাজার ভালোই চলছিল। এবার সেই লড়াইয়ে কিছুটা ছন্দপতন দেখা দিল। ডিজিটাল মুদ্রা বিট কয়েন এক সপ্তাহের ব্যবধানে এক-তৃতীয়াংশ কমেছে।
গত সপ্তাহের শুরুতে বিট কয়েনের দাম ২০ হাজার ডলারে উঠা-নামা করছিল। কিন্তু রেকর্ড পতনে শুক্রবার মুদ্রাটির দাম ১১ হাজার ডলারের নিচে নেমে আসে।
এ বছরের শুরুর দিকে মুদ্রাটির দাম ছিল এক হাজার ডলারের মতো। তারপর থেকে এর মূল্য হু হু করে বাড়তে থাকে। জুনে এক লাফে এর দাম দশ হাজার ডলার বৃদ্ধি পায়। নভেম্বর থেকে গত সপ্তাহ পর্যন্ত এর দাম বাড়ছিল রকেট গতিতে। ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত ওয়েবসাইট ক্রিপ্টোকমপেয়ারের প্রতিষ্ঠাতা
চার্লস হাটার বলেছেন, নজিরবিহীন উত্থানের পর দাম এখন কিছুটা কমবে; কারণ
আবেগের পরিবর্তন ঘটেছে। চড়া দাম হওয়ায় বাজারে অনেকেই বিটকয়েন বিক্রি করে
দিয়ে অর্থ তুলে নিচ্ছে। ফলে এখন তার দাম পড়ছে।