বিজিএমইএ’র ভোটগ্রহণ চলছে
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
সংগঠনটির নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন দুই হাজারের বেশি সদস্য। ঢাকা ও চট্টগ্রামে একযোগে চলছে ভোটগ্রহণ।
ঢাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে হোটেল রেডিসন ব্লুতে। এখানে ভোটার রয়েছেন ১ হাজার ৮৫৩ জন। চট্টগ্রামে বিজিএমইএ'র আঞ্চলিক কার্যালয়ে ভোট দেবেন ৪৬১ জন।
সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেল থেকে ৩৫টি পরিচালক পদের বিপরীতে দুই প্যানেল থেকে নির্বাচন করছেন ৭০ প্রার্থী। বিজয়ীরা নতুন কমিটির সভাপতি ও সহ-সভাপতি ঠিক করবেন। নতুন কমিটি দায়িত্ব নেবে ২০ এপ্রিল।