নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

বিক্ষোভে উত্তাল ঈশ্বরদী

নিজস্ব প্রতিবেদক, যশোর ৫ ডিসেম্বর,২০২০

পাবনার ঈশ্বরদীর চিনিকল বন্ধের প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে পাবনা চিনি কলের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ শেষে সেখান থেকে একটি মিছিল বের করে মিলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে করা হয়। 

এ সময় বিক্ষোভকারীরা বলেন, রাষ্ট্রায়ত্ত পাবনা চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে কলটির শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দাবি পূরণ না হলে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দাশুড়িয়া মহাসড়ক-রেলপথ অবরোধ করে সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

সমাবেশে বক্তব্যে রাখেন পাবনা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল আলম বাবু, শ্রমিকনেতা রাকিবুল ইসলাম, রমজান আলী কামাল হোসেন প্রমুখ।  

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর