নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

বসুরহাটে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, যশোর ২২ ফেব্রুয়ারী,২০২১

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর এ তথ্য নিশ্চিত করে জানান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার বসুরহাটে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুরো পৌরসভা এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় এই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, “সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে রূপালী চত্বরে সোমবার বিকেল ৩টায় শোকসভা, প্রতিবাদ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।”

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, “আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেছিলাম।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, ১৪৪ ধারা জারির পর পৌরসভার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর