নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

বছরের তৃতীয় ‍‍‘শূন্য’ লিটনের

গত বছরের মার্চে করোনা মহামারীর আগের আর পরের লিটন দাসের মধ্যে যেন আকাশ পাতাল তফাত। ঘরের মাঠে ২০২০ সালের সর্বশেষ ওয়ানডেতে লিটনের স্কোর ছিলো ১৭৬ রান। চলতি বছরের ওয়ানডেতে ঘরে কিংবা বাইরে ৩০ রানের কোটা স্পর্শ করতে পারেননি লিটন, দেখেছেন তিনটি শূন্য রানের ইনিংস। 

আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন লিটন। দুশমন্থ চামিরার যেই বলে তিনি প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিলেন, সেই একই ধরণের বলকে বাউন্ডারিছাড়া করেছেন আগের অনেক ইনিংসে। কিন্তু পরিসংখ্যান বলছে, নিজেকে চলতি বছরের আগের ছয় ওয়ানডেতেও মেলে ধরতেই পারেননি লিটন। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের তিন ওয়ানোডেতে তার স্কোর যথাক্রমে ১৪, ২২ এবং শূণ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে বাইরের মাঠে তার স্কোর যথাক্রমে ১৯, ০ এবং ২১! বছরে তৃতীয় শূণ্যের দেখা আজ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে পেলেন লিটন। 

সব মিলিয়ে নিজেকে ফিরে পাচ্ছেন না লিটন। তার সামর্থ্যের

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর