নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

ফের আইসোলেশনে বরিস জনসন

নিজস্ব প্রতিবেদক, যশোর ১৬ নভেম্বর,২০২০

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় ফের আইসোলেশনে চলে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় গতকাল রবিবার রা সাড়ে ৯টার দিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তার আইসোলেশনে যাওয়ার খবর জানিয়েছে

প্রাণঘাতী এই ভাইরাসটিতে এর আগে একবার আক্রান্ত হয়েছেন বরিস। যুক্তরাজ্যে ভাইরাসটির প্রথম ঢেউয়ের সময়েই তিনি আক্রান্ত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর তাকে আইসিইউ-তে পর্যন্ত নেয়া হয়েছিল। পরে সুস্থ হয়ে কাজে যোগদান করেন বরসি

যুক্তরাজ্যে ভাইরাসটির সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাজ্যে ফের জারি হয়েছে লকডাউন। করোনার প্রথম ঢেউয়ের চেয়ে যুক্তরাজ্যে এবার আরো বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সরকারের তৈরি একটি মডেল অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর যুক্তরাজ্যে প্রতিদিন চার হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে

গত বসন্তে করোনার প্রথম ঢেউ আঘাত হানার পর প্রতিদিন হাজারের বেশি মৃত্যু দেখেছিলো যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৬৯ হাজার ৩১৮ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯৩৪ জন

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর