ফেদেরারকে ছুঁয়ে ফেললেন নাদাল
নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ফেদেরারের মতো সমান ২০ বার গ্র্যান্ড স্লাম জিতলেন এই স্প্যানিশ তারকা।
ম্যাচের প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করলেন রাফায়েল নাদাল। জিতলেন নোভাক জোকোভিচের পরের দুই সার্ভিস গেমও। ৬-০ গেমে প্রথম সেট জয়ের দাপুটে পারফরম্যান্স শেষ পর্যন্ত ধরে রেখে জিতলেন ফরাসি ওপেনের মুকুট।
রোববার রোলাঁ গারোঁয় এটিপি র্যাংকিংয়ের শীর্ষ দুই তারকার মধ্যে লড়াই হয়। সার্বিয়ান তারকা যা একটু লড়লেন তৃতীয় সেটে কিন্তু নাদালের খুনে পারফরম্যান্সের জবাব জানা ছিল না জোকোভিচের। ৬-০, ৬-২, ৭-৫ গেমে জিতে ফরাসি ওপেনের মুকুট ধরে রাখলেন ক্লে কোর্টের রাজা।
এ বছর নাদালের এটি প্রথম গ্র্যান্ড স্লাম জয়। ফরাসি ওপেনে টানা চতুর্থ ও রেকর্ড ত্রয়োদশ শিরোপা জিতলেন নাদাল। বাকি সাত গ্র্যান্ড স্লাম শিরোপার চারটি জিতেছেন ইউএস ওপেনে, দুটি উইম্বলডনে আর একটি অস্ট্রেলিয়ান ওপেনে।