নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

পৌর নির্বাচনে ৬৫ শতাংশ ভোট

নিজস্ব প্রতিবেদক, যশোর ২৯ ডিসেম্বর,২০২০

প্রথম ধাপে পৌর নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ কথা জানান।


তিনি বলেন বলেন, নির্বাচন হওয়া ২৪ পৌরসভার মধ্যে একটিতে ফলাফল স্থগিত করা হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়। আর বাকি ২৩ পৌরসভায় গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে।

এছাড়া এ নির্বাচনে পটুয়াখালীর কুয়াটাকায় সর্বোচ্চ ৮৫.৩১ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪০.৮৭ শতাংশ ভোট পড়েছে।

সোমবার ২৪ পৌরসভায় ইভিএমে পৌর নির্বাচনের ভোটগ্রহণ হয়। দলীয় প্রতীকের এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর