নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

পুড়িয়ে হত্যা নড়াইলে বৃদ্ধাকে

নড়াইলের কালিয়া উপজেলায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম জামরিলডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ খন্দকারের স্ত্রী। জানা গেছে, বৃদ্ধা সালেহা বেগম প্রতিদিনের মতো গত শুক্রবারও রাতের খাবার খেয়ে বারান্দায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপালে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে বা যারা এ ধরনের ঘৃণিত কাজ করেছে, তাদের ছাড় দেয়া হবে না।

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর