নিরপেক্ষতায় এগিয়ে আমরা...

সোমবার, জুন ১৬, ২০২৫

পিএসজির মুকুট কেড়ে নিল লিলে

কয়েক বছর ধরে ফরাসি লিগের শিরোপা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল পিএসজি। সর্বশেষ টানা তিন মৌসুম লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে ফরাসি জায়ান্টরা। তবে এই মৌসুমে এসে লিলের কাছে সেই শিরোপা হারাতে হলো। নেইমার-এমবাপেদের দর্শক বানিয়ে ফরাসি লিগের শিরোপা জিতে নিল লিলে।  

রোববার অঁজের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে ১০ বছরের শিরোপা-খরা কাটাল লিলে। অন্যদিকে একই সময় ব্রেস্তের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। ম্যাচটি ২-০ গোলে জিতে এবারকার আসরের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তারকাখচিত পিএসজিকে। 

তবে চ্যাম্পিয়ন লিলে ও রানার্সআপ পিএসজি আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ম্যাচ খেলবে। 

শিরোপা জয়ের সম্ভাবনা আগেই জাগিয়ে রেখেছিল লিলে। লিগ টেবিলে এগিয়েছিল তারাই। অবশ্য তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছিল পিএসজি। শেষ ম্যাচে অঁজের বিপক্ষে কোনো অঘটন ঘটলেই ঘুচে যেত শিরোপা জয়ের আশা। তবে কোনো অঘটন ঘটতে দেয়নি তারা। 

tags

মন্তব্য

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

সব খবর