পিএসজি ছাড়তে চান এমবাপে!
চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়তে চান কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার পরবর্তী গন্তব্য হতে পারে লিভারপুল কিংবা লা লিগার কোনো দলে-এমনটাই জানাচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যম দ্য টাইমস।
সেখানে বলা হচ্ছে, এমবাপে পিএসজি কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন চলতি মৌসুমই হবে ফ্রান্সে তার শেষ মৌসুম। য়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের খেলার দারুণ ভক্ত এমবাপের এরপরের গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা। তার বদলি খেলোয়াড়টি খুঁজে বের করার জন্যই মূলত এক বছর আগেই ব্যাপারটা দলকে জানিয়ে রাখছেন, জানাচ্ছে দ্য টাইমস।
২০১৮ সালে ১৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপে, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলবদলের নজির হয়ে আছে এখনো।